শিক্ষককে দিগম্বরের প্রতিবাদে উত্তাল গৌরীপুর

0
493
Print Friendly, PDF & Email

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহম্মেদকে দিগম্বর করার প্রতিবাদে এখন উত্তাল গৌরীপুর। দিগম্বরকারি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ক্যাডারদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছেন সব শ্রেণীর মানুষ। এ উপলক্ষে দোষিদের গ্রেফতারের দাবিতে গৌরীপুরে দফায় দফায় বিােভ মিছিল, মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামীকাল ২৪ জুন মঙ্গলবার গৌরীপুর উপজেলঅ সদরে অর্ধদিবস হরতাল পালনের কর্মসুচী ঘোষনা করেছেন বিুদ্ধ জনতা। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের ধানমহালে আয়োজিত এক সমাবেশে এ ঘোষনা দেয়া হয়।
এদিকে দুপুরে ময়মনসিংহ শহরের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। দুপুরে গৌরীপুর সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসুচী পালন শেষে বিক্ষোভ মিছিল বের করলে কালিপুরে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। কয়েকশ’ বিুদ্ধ জনতা পুলিশের বেরিকেট ভেঙ্গে মিছিল নিয়ে গৌরীপুর শহর প্রদক্ষিণ করে। পরে ধানমহাল চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্য রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আলী আহম্মদ পাঠান সেলভী, লাঞ্ছিত শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মদ, পৌরসভার কাউন্সিলর মোফাজ্জল হোসেন, আব্দুল কাদির, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরাম হোসেন খান মামুন, যুবলীগ নেতা কামাল হোসেন, আব্দুর রউফ মোস্তাকিম, সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন প্রমুখ।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ২৪ জুন মঙ্গলবার গৌরীপুর উপজেলা সদরে অর্ধদিবস হরতাল পালনের কর্মসুচী ঘোষণা করেন।
গত বোরবার কর্মস্থল থেকে ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার  কলতাপাড়াবাজারে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপির সমর্থক আওয়ামীলীগ ক্যাডারা জনসমক্ষে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগি অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহম্মেদকে দিগম্বর করে। এঘটনায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভাতিজাসহ ৪০ জন আওয়ামী লীগ ক্যাডারের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত কলেজ শিক্ষক মো. ফরিদ উদ্দিন আহম্মেদ। মামলার দায়ের করার পর থেকে বাদীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান। পুলিশ জানায়, এখনো কেউ গ্রেফতার হয়নি।

শেয়ার করুন