আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমে ধর্ম অবমাননাকর কোনো শব্দ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
তিনি বলেন, আলিয়া মাদ্রাসার একটি নিজস্ব পাঠ্যক্রম আছে কিন্তু তাদের সেই পাঠ্যক্রমে যদি আল্লাহ ও রাসুল সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয় তাহলে এটা ধর্ম অবমাননার সামিল, এবং মারাত্মক অপরাধ।
সোমবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি একথা বলেন।
এর আগে বেলা ১১টা ০৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।
আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমে আল্লাহ, রাসুল সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে কি না তা দেখার জন্য বিজ্ঞ আলেম ওলামা ও মুফতিদের নিয়ে একটি কমিটি গঠন করার আহ্বান জানান রুস্তম আলী ফরাজী।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে যদি এসব তথ্য বেরিয়ে আসে তাহলে তাদের দৃষ্টান্তমূল শাস্তি দেওয়া হউক।
তিনি বলেন, মুসলমান অধ্যুষিত রাষ্ট্রে কেউ ধর্ম নিয়ে অবমাননাকর কোনো তথ্য পাঠ্যক্রমে যুক্ত করলে দেশের মানুষ তা মেনে নেবে না। এটা মারত্মক অপরাধ, সেন্টিমেন্টাল ইস্যু। মানুষ ধর্ম অনুভুতির ব্যপারে অনেক আবেগপ্রবণ হয়, অল্পতেই বিশ্বাস ভঙ্গ করে। তাই অবিলম্বে আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রম খতিয়ে দেখতে হবে। কারা এই কাজ করলো।