২৯ জুন দেখা যেতে পারে রমজানের চাঁদ

0
173
Print Friendly, PDF & Email

আগামী ২৯ জুন পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী বাংলাদেশে ৩০ জুন থেকে শুরু হতে পারে রমজানের রোজা পালন।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ড. এ আর খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটিই দাবি করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, আগামী ২৭ জুন (শুক্রবার) দুপুর ২টা ৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। নতুন চাঁদ ওই দিনই সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্তরেখা থেকে ২ ডিগ্রি নিচে অবস্থান করবে। ফলে সে দিন বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে না। এটি পরদিন ২৮ জুন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্তরেখা থেকে ৭ ডিগ্রি ওপরে অবস্থান করবে এবং প্রায় ৩৮ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে অস্ত যাবে। তবে সে দিনও বাংলাদেশের আকাশে চাঁদটি দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এটি পরদিন ২৯ জুন (রোববার) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্তরেখা থেকে ১৭ ডিগ্রি ওপরে অবস্থান করবে এবং প্রায় এক ঘণ্টা ২০ মিনিট দেশের আকাশে অবস্থান করে রাত ৮টা ৯ মিনিটে অস্ত যাবে। ওইদিন চাঁদের প্রায় পাঁচ শতাংশ আলোকিত থাকবে এবং বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নতুন চাঁদটিকে স্পষ্টভাবে দেখা যাবে।

অতএব ইসলামি নিয়ম অনুযায়ী আগামী ২৯ জুন সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে ৩০ জুন সোমবার থেকে আরবি ১৪৩৫ হিজরির ‘রমজান’ মাসের গণনা শুরু হবে।

শেয়ার করুন