কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমানত্ম এলাকায় বডর্ার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় গৃহবধূকে ফেরত দেয় বিজিবি৷ বুধবার সকাল সাড়ে ৯ টায় জামালপুর সীমান্তের ১৫২/৪ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় বিজিবি’র মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ও বিএসএফ পক্ষে নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের এসি রাজ কুমার এ নেতৃত্বে এ পতাকা বৈঠক হয়৷বিজিবি ও এলাকাবাসী জানায়, গত ১২ জুন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার গোপালপুর ঘাট এলাকার হামিদুল শেখের স্ত্রী শেফালী বেগম (২৪) নাটোরের লালপুর উপজেলার কচুয়া এলাকার আবুল হোসেনের ছেলে সন্ত্রাসী আজাদ ওরফে লিটনের প্রেমে পড়ে তার সাথে রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে৷ এরপর লিটন তাকে ফেলে রেখে পালিয়ে গেলে শেফালী দৌলতপুর সীমান্তের পাকুড়িয়া গ্রামের মানিকের বাড়িতে আশ্রয় নেয়৷ বুধবার সকালে ঐ গৃহবধূকে বিজিবি উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র কাছে ফেরত দেয়৷