জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জকিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ শাখার উদ্যোগে আগামী ২৩ জুন সোমবার স্থানীয় কালিগঞ্জ বাজারে সীরাতুন্নবী (সা.) সম্মেলন জমিয়তে যোগদান কারীদের সংর্বধনা অনুষ্ঠিত হবে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ফখরে জমিয়ত হযরত মাওলানা শায়খ জিয়াউদ্দীন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা ক্বারী আব্দুল মতিন, মুফতি আবুল হাসান, মাওলানা শায়খ জামিল আহমদ ছাহেব যাদায়ে বায়মপুরীসহ প্রমুখ উলামায়ে কেরাম৷ উক্ত সম্মেলন সফল করে তোলার জন্য সকলের প্রতি অনোরুধ জানিয়েছেন শাখার আহবায়ক মাওলানা আবদুর রকিব ও সদস্য সচিব মাওলানা রায়হান উদ্দীন৷