সাতক্ষীরা জেলার শ্যামনগর উপকুলীয় সুন্দরবনে কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী ও দোবেকী স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে কচুখালী এবং কালিন্দি নদী থেকে কুখ্যাত বনদুস্য আলীম বাহিনীর নিকট থেকে ১০৫ টি জেলেদের নৌকা উদ্ধার করেছে। এসময় কোন জলদস্যুকে গ্রেফতার করতে পারেনি।
কোস্টগার্ড পশ্চিম জোনের লেঃ কমান্ডার বিএন এম.আলাউদ্দিন নয়ন জানান,গোপন সংবাদের ভিওিত্বে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বিকাল সাড়ে ৫টা পযর্ন্ত অভিযান চালান হয়। উদ্ধারকৃত নৌকা গুলো স্থানীয় চেয়ারম্যান ও মে¤¦রদের সহায়তায় জেলেদের নিকট হস্তাস্তর করা হচ্ছে।
তাছাড়া জেলেদের নিরাপত্তার জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অভিযান জোরদার করা হইয়াছে এবং এই অভিযান অব্যাহত থাকিবে।