বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব

0
183
Print Friendly, PDF & Email

নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর নাম বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে নামকরণ করার প্রস্তাব দেয়া হয়েছে।
আজ সংসদে জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ এ প্রস্তাব উত্থাপন করলে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এ প্রস্তাব সমর্থন করেন।
এ সময় সংসদ উপনেতা বলেন, দেশের স্বাধিকার আন্দোলন থেকে প্রতিটি আন্দোলন-সংগ্রামে পর্দার আড়াল থেকে যে ভূমিকা রেখেছেন তার জন্য ইতিহাসে বেগম মুজিব চির স্মরণীয় হয়ে আছেন। এমন একজন মহীয়সি নারীর নামে এ সেতুর নামকরণ করা হলে তাঁকে সম্মানিত করা হবে।
এর আগে কাজী ফিরোজ রশীদ বলেন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের প্রতিটি আন্দোলনে বেগম মুজিবের যে অবদান ছিল তার স্বীকৃতি হিসাবে পদ্মা সেতুর নাম তাঁর নামে নামকরণ করা হোক।
এছাড়া স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম ও ডা. রুস্তম আলী ফরাজীও এ প্রস্তাবকে সমর্থন করেন।

শেয়ার করুন