এক সন্তানে উৎসাহ দেয়ার প্রচারণা বাদ দিতে বললেন প্রধানমন্ত্রী

0
170
Print Friendly, PDF & Email

‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই স্লোগানের শেষের লাইনটি বাদ দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহষ্পতিবার সকালে স্বাস্থ ও পরিবার কর‌্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে তিনি বলেন, যেসব দেশ এই ধরনের স্লোগান দিয়ে এগিয়েছে, এখন তারা ‘বৃদ্ধের রাষ্ট্র’ হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের তরুণ সমাজের দারুণ অভাব। কর্মক্ষম তরুণ সমাজ নেই।
কিছুদিন আগে জাপান ও চীন সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দেশগুলো আবার তাদের স্লোগান পরিবর্তন করে এক একটি পরিবারকে দুই-তিনটি সন্তান নেয়ার জন্য উৎসাহ দিচ্ছে।
শেখ হাসিনা বলেন, সবাই মনে করে জনসংখ্যা আমাদের জন্য বোঝা। কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি, আমরা যদি আমাদের জনসংখ্যার জন্য সঠিকভাবে শিক্ষা-দিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বিরাট ‘অ্যাসেট’।
তিনি আরো বলেন, আমরা যখন বিনিয়োগের জন্য আহ্বান জানাই, বিনিেেয়াগের সুযোগ-সুবিধার মাঝে এখন একটি লাইন যুক্ত হয়েছে, সেটা হলো-কর্মক্ষম তরুণ সমাজ, কর্মী। তার মানে যারা তরুণ এবং কর্মক্ষম তাদের অভাব এখন বিশ্বব্যাপী দেখা যাচ্ছে, সেই ধরনের ভালো কর্মী বাংলাদেশে পাওয়া যায়।
প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত মন্ত্রী এবং মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সেজন্য আপনাদের অনুরোধ করবো শেষের লাইনটা বাদ দিয়ে আপনারা প্রচার চালান।
এ সময় তিনি অর্থনৈতিকভাবে দেশের স্বনির্ভরতার কথাও মনে করিয়ে দেন।
মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহেদ মালিক।

শেয়ার করুন