বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি। মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী সচিব নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে বেশ কয়েকটি বৈঠক করেছেন। এর বাইরে কিছুই পরিবর্তন হয়নি।
আজ বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জেন পিসাকি এ কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশে নতুন নির্বাচন চায় কিনা। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নতুন নির্বাচনের জন্য সরকারের সাথে আলোচনা করার ইচ্ছার কথা জানান। যুক্তরাষ্ট্র এর আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চাইলেও দু:খজনকভাবে তা সফল হয়নি। গণতন্ত্রের স্বার্থে যুক্তরাষ্ট্র এখনো সংলাপকে সমর্থন করে কিনা?