শার্শায় পানিতে ডুবে চার বছরের জমজ দুবোনের মৃত্যু হয়েছে।
আজ দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রিমি ও ঝিমি (৪) শার্শা উপজেলার ধলদাহ গ্রামের সহিদুল ইসলামের মেয়ে।
শার্শার উলাশি ইউনিয়ন পরিষদের ০৭ নম্বর ওয়ার্ড মেম্বার গোলাম কওছার বলেন, যমজ দুই বোন রিমি ও ঝিমি দুপুরে বাড়ির পাশে রাস্তার ধারে জাম কুড়াতে যায়। এ সময় অসাবধানতাবসত রিমি জামগাছের পাশে পুকুরের পানিতে পড়ে গেলে ঝিমি তাকে তুলতে যায়। ওই সময় পুকুরে কেউ না থাকায় তারা দুজনই পানিতে ডুবে মারা যায়।