পাকিস্তানের জঙ্গি অধ্যুষিত একটি উপজাতি এলাকায় বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে খাইবার উপজাতি অঞ্চলের গোলযোগপূর্ণ তিরাহ ভ্যালি এলাকায় এ ঘটনা ঘটে। করাচি বিমানবন্দরে তালেবান হামলার ঘটনার একদিন পর এ হামলা চালানো হলো। সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির স্থানীয় পত্রিকা ডন এ খবর জানিয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সামরিক বাহিনীর এ অভিযানে সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে।
সোমবার রাতভর পাকিস্তানের বৃহত্তম করাচি বিমান বন্দরে তালেবান হামলার ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনার একদিন পর দেশটির সামরিক বাহিনী পাকিস্তান-আফগান সীমান্তের তিহার ভ্যালিতে এ বিমান হামলা চালায়।