প্রবল বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় পারানা রাজ্যের ৭৭টি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর মধ্যে পারানা রাজ্যের রাজধানী কুরিতিবাও রয়েছে। ২০১৪ সালে ব্রাজিলে আনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের ম্যাচ হওয়ার কথা রয়েছে কুরিতিবাওতে।
বন্যাকবলিত এলাকার কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। বন্যায় আশ্রয় হারানো প্রায় ৩ হাজার ৬শ’ মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার কাজ করছে বলে সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে জনসাধারণকে ওষুধপত্র সরবরাহ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।