চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

0
357
Print Friendly, PDF & Email

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পৃথক উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- শিবগঞ্জের লাউঘাট্টা হিন্দুপাড়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪০), পৌর এলাকার বিরামপুর গ্রামের রুহুলের স্ত্রী শিরীন (৩০) ও তার ছেলে আবু সাইদ (৪)।

এদিকে গোমস্তাপুর উপজেলার ইমামনগরে আম বাগান থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরেফ আলীর ছেলে সাইফুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে।অন্যদিকে রাতে সদর উপজেলার গোলাম মোস্তফার ছেলে আমিরুল (২৭) নিহত হয়েছেন। তার বাড়ি ইসলামপুর ইউনিনিয়নের লক্ষিপুর স্কুল পাড়া গ্রামে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন