রাজধানীর গাবতলীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ইউসুফ আলী (২৬) নামের এক পথচারী যুবক নিহত হয়েছেন।
নিহত ইউসুফ আলী রাজধানীর বাউনিয়ার তুরাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
জানা যায়, আজ সোমবার ভোররাত ৪টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসটি ইউসুফ আলীকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।