মানিকগঞ্জের শিবালয়ে ট্রাক উল্টে তিন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহসড়কে বোয়ালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খলিলুর রহমান (৩৮) হামিদুল (৩২) ও ছয়রা (৩৫)। তাদের বাড়ি শিবালয় উপজেলার আলোকদিয়া চরে। তারা তিনজনই কৃষি কাজ করতেন।
আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবালয় থানা পরিদর্শক মো. রাকিবউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সিংগাইর থেকে ট্রাকে করে তারা বাড়ি ফিরছিলেন। ট্রাকটি বোয়ালি এলাকায় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে খলিলুরের মৃত্যু হয়। অপর দুইজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান।