ক্যারিয়ারের তৃতীয় এশিয়ান ট্যুর শিরোপার খুব কাছে গিয়ে পা ফসকেছে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের।কু্ইন্সকাপে রবিবার শেষ রাউন্ডের খেলায় পারের চেয়ে এক শট বেশি খেলেছেন তিনি।আর তাতে যৌথভাবে তৃতীয় হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়েছে এ টাইগার গলফারকে।
পারলেন না সিদ্দিকুর
থাইল্যান্ডের সান্তিবুরি সামুই কান্ট্রি ক্লাব কোর্টে রবিবার মোট পারের চেয়ে এক শট কম খেললেই টুর্নামেন্ট সেরা হতে পারতেন সিদ্দিক।তবে দিনের শুরুতেই পিছিয়ে পড়েন এ টেনিস বিস্ময়।৩ নং হোলে এক বগি করে বসেন তিনি।অবশ্য ৫ নং হোলে বার্ডি দিয়ে আবার খেলায় ফিরে আসেন দুই এশিয়ান ট্যুর শিরোপার মালিক সিদ্দিক।এরপর টানা ১২ হোলে পারের সমান শট খেলে শিরোপা স্বপ্ন ভালভাবেই বাঁচিয়ে রেখেছিলেন তিনি।তবে শেষ হোলে এসেই কপাল পোড়ে এ গলফ সেনসেশনের।১৮ নং হোলে এক বগি করে বসেন তিনি।আর তাতে আগের তিন রাউন্ডে যথাক্রমে ৬৮,৭০ ও ৬৪ শট খেলা সিদ্দিকুরের শেষ রাউন্ডের শট সংখ্যা দাঁড়ায় ৭১ পারের চেয়ে এক বেশি।টুর্নামেন্টে তার শট মোট ২৮৪ পারের চেয়ে ১০ কম।সমান শট খেলে সিদ্দিকের সঙ্গে যৌথভাবে লিডার বোর্ডের তিনে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন থাইল্যান্ডের ডনলাপাচাই ।এদিকে, বাংলাশেদের আরেক গলফার জামাল হোসেন মোট ২৯০ শট খেলে পাঁচ প্রতিযোগীর সঙ্গে যৌথভাবে ৪৭ তম হয়ে এবারের কুইন্স কাপ অভিযান শেষ করেছেন।
অন্যদিকে,শেষদিনে পারের চেয়ে ৫ শট কমসহ মোট ২৮৪ পারের চেয়ে ১২ শট কম খেলে ৩ লাখ ডলারের কুইন্স কাপ শিরোপা জিতেছেন স্বাগতিক দেশের উইরাচ্যান্ট।