এবার ধর্ষণের নতুন তত্ত্ব হাজির করলেন ভারতের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি’র নেতা রামসেবক পাইক্রা।এর আগে ভারতের একেক জন মন্ত্রী ধর্ষণের একেক রকম ব্যাখ্যা দিলেও গত শনিবার রামসেবক ধর্ষণের নতুন একটি তত্ত্ব হাজির করলেন। তিনি বলেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবে ধর্ষণ করে না। এটা ভুলবশত ঘটে।’
ছত্তিশগড়ের পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশে সম্প্রতি দুই বোনকে ধর্ষণ করে হত্যার ঘটনায় বক্তব্য দিতে বলা হলে তিনি এ কথা বলেন। তার এ বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়েছে।
তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে আত্মপক্ষ সমর্থন করেছেন রামসেবক।
এদিকে রামসেবক ও অন্যান্য রাজনৈতিক নেতাদের ধর্ষণ সম্পর্কে এ ধরনের মন্তব্যের পর এতে ক্ষোভ প্রকাশ করেছেন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদরত মানবাধিকারকর্মীরা। তারা বলেছেন, দেশটির বেশিরভাগ রাজনৈতিক নেতাদেরই নারীর প্রতি শ্রদ্ধাবোধ নেই।
এর আগে গত বৃহস্পতিবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাবুলাল গৌড় বলেছিলেন, ‘ধর্ষণ কখনো সঠিক, কখনো ভুল।’
এ ছাড়া ধর্ষণের ঘটনার কোনো পূর্বাভাস না পাওয়ায় পুলিশ এ ধরনের ঘটনা ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
গত লোকসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের প্রভাবশালী নেতা মুলায়াম সিং যাদব ধর্ষণকে ‘ছেলেদের ভুল’ বলে উল্লেখ করেছিলেন।