সেপ্টেম্বর-অক্টোবরে বিভাগীয় পর্যায়ে সফর করবে আওয়ামী লীগ। সেই সঙ্গে যেসব জেলায় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আছে তা নিরসনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এছাড়া চলতি মাসের মধ্যে সাতটি জেলায় কাউন্সিল দেওয়া হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।