মৌলভীবাজারে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

0
373
Print Friendly, PDF & Email

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

আজ দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলার কথা বলে তারা পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির বাইরে চলে যায়। একপর্যায়ে তারা পাশের পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ পরেও ফিরে না ‍আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন