বোনাস সমস্যার সমাধান না হওয়ায় বিশ্বকাপ খেলতে ব্রাজিল যেতে অস্বীকার করেছে ক্যামেরুন ফুটবল দল। স্থানীয় এল’ একুইপে পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, বিশ্বকাপের জন্য রোববার সকালে ক্যামেরুন দলের ব্রাজিলগামী বিমানে ওঠার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে বোনাস সম্পর্কিত একটি বিষয়ের সুরাহা না হওয়ায় তারা বিমানে উঠতে অস্বীকৃতি জানায়।
আগামী শুক্রবার নাটালে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যামেরুনের বিশ্ব কাপ মিশন শুরু হবে।
বেশ কিছু দিন যাবতই দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে বোনাস নিয়ে অদম্য সিংহদের ঝামেলা চলছে এবং সমস্যার সমাধান হবে আশ্বাস দেয়ার ফলে গত ২৩ মে নির্ধারিত একটি ধর্মঘট প্রত্যাহার করে নেয় ফুটবলাররা। কিন্তু কোনো সমাধানই হয়নি।
সুযোগ বুঝে অধিনায়ক স্যামুয়েল ইতো এবং তার বাহিনী রোববার দক্ষিণ আমেরিকাগামী বিমানে উঠতে অস্বীকার করে।
ক্যামেরুন দল কখন ব্রাজিলে পৌঁছাবে এখন সেটি অনিশ্চিত। তবে ক্যামেরুনের অভ্যন্তরীণ বিবাদ টুর্নামেন্টে কোন প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপে এ গ্র“পে মেক্সিকো ছাড়াও স্বাগতিক ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে ক্যামেরুন।