আ.লীগকে ঘর সামলানোর পরামর্শ শফিউলের

0
155
Print Friendly, PDF & Email

অন্য দলের দিকে আঙুল না তুলে আওয়ামী লীগকে নিজের ঘর সামালাতে পরামর্শ দিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

রোববার বেলা ১১টায় পার্টি কার্যালয়ে বাজেট সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে তিনি এ পরামর্শ দেন।

তিনি বলেন, ‘কোন পটভূমিতে কেন এবং কারা ৭৫ এর ১৫ই আগষ্টের ঘটনা ঘটিয়েছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের তা অজানা থাকার কথা নয়। সুতরাং বিরোধী দলের দিকে আঙুল না তুলে নিজের ঘর সামলান। ষড়যন্ত্র ও চক্রান্তের পথে নয়, বিরোধী দল গণ-অভ্যূত্থানের মুখে কৃতদাস সরকারকে আত্মসমর্পণে বাধ্য করবে।’

২০১৪-২০১৫ অর্থবছরের প্রস্তাাবিত বাজেট প্রসঙ্গে এ সময় শফিউল আলম বলেন, ‘আদালতের ভাষায় ‘রেড হেডেট ওম্যান’ এবং ড. কামাল হোসেনের ভাষায় মানসিকভাবে অসুস্থ অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন অবৈধ সরকারের দেয়া বাজেটও অবৈধ। যে শ্রমজীবী মানুষেরা অন্তহীন সঙ্কটেও দেশের অর্থনীতির চাকা চালু রেখেছে সেই শ্রমজীবী মানুষ বিশেষভাবে গার্মেন্টস শ্রমিকদের অধিকারকে এ বাজেটে উপেক্ষা করা হয়েছে।’

বাজেটে জাতীয় প্রতিরক্ষা খাতটিও অবহেলিত উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিরক্ষা খাতকে দূর্বল রেখে এ কল্পনা বিলাসী বাজেট আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বাংলাদেশ-ভারত ও মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের বিশেষ সংঘাতময় পরিস্থিতির বিবেচনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ খুবই কম হয়েছে। সীমান্তে প্রতিদিনই বাংলাদেশের নাগরিকেদের হত্যার শিকার হতে হচ্ছে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার শুরু থেকেই আওয়ামী শাসনামলে জাতীয় প্রতিরক্ষা ও সেনাবাহিনীকে সবসময়ই প্রতিপক্ষ ভাবা হয়েছে।’

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন- নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন বাবলু, মাস্টার এমএ মান্নান, আসাদুর রহমান খান, অ্যাডভোকেট মজিবুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন, হাফিজুর রহমান, ডা. আওলাদ হোসেন শিল্পী প্রমুখ।

শেয়ার করুন