সরে দাঁড়াচ্ছেন আনোয়ার হোসেন

0
221
Print Friendly, PDF & Email

দলীয় সিদ্ধান্ত মেনে নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

রোববার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

এসময় আনোয়ার হোসেন বলেন, ‘দলীয় হাইকমান্ডের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু আওয়ামী লীগ এ আসনে প্রার্থী দিচ্ছে না তাই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করবো।’

সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেদিন এ প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনুদ্দিন আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।

২২ মে বৃহস্পতিবার দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের পক্ষে ভাতিজা সাফায়েত হোসেন শুভ মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মামুন গাজী।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল ভারতের একটি হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম নাসিম ওসমান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এ শূন্য আসনে নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন