সাভারে আব্দুল জলিল ওরফে সুজন নামের এক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার হত্যা করেছে দুর্বত্তরা। আজ রবিবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুগরাকান্দা এলাকায় নিহত আব্দুল জলিল ওরফে সুজনের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল একই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ভারত থেকে কাপড় কিনে এনে সাভার ও ঢাকার বিভিন্ন অভিজাত দোকানে বিক্রি করতেন। গতকাল শনিবার রাতে জলিল বাড়িতে এসে তার কক্ষে ঘুমানোর জন্য চলে যান। আজ সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে এবং নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান।