গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ড. কামালের কথার কোনো দাম নেই। তিনি একজন ব্যর্থ লোক। আমি গণফোরামের সাধারণ সম্পাদক ছিলাম না।
শনিবার এক আলোচনা সভায় ড. কামাল হোসেন অর্থমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করে তাকে ‘সার্কাসের কাউন’ ও ‘মানসিকভাবে অসুস্থ’ বলেন।
গণফোরামের সভাপতির এ ধরণের বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার আমেরিকান টোব্যাকো ও ঢাকা টোব্যাকোর প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ১৯৯৩ সালে আমি তার অনুরোধে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে গণফোরামে যোগ দেই। ১৯৯৪ সালে সেখান থেকে চলে আসি।
ড. কামাল শনিবার নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বলেছিলেন, তিনি (অর্থমন্ত্রী) একসময় আমার দলের সাধারণ সম্পাদক ছিলেন। আমার দলে থেকে তিনি যদি এসব কথা বলতেন তাহলে আমি তাকে বহিষ্কার করতাম।
অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাকে (ড. কামাল) যে সুযোগ দিয়েছেন তা তিনি কাজে লাগাতে পারেননি। তিনি সফল হতে পারেননি। সে কারণেই তিনি একজন ব্যর্থ লোক।
বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বোর্ডের দায়িত্ব আমার কাছে থাকলেও চেয়ারম্যান নিয়োগ দেন প্রধানমন্ত্রী। অপসারণের জন্য প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করা লাগতে পারে।