দরকার রাজনৈতিক বিবেচনার অর্থনৈতিক ন্যায়সঙ্গতা

0
190
Print Friendly, PDF & Email

বাজেট পেশের পরই বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ স্বাভাবিক ঘটনা। ২০১৪-২০১৫ এর প্রস্তাবিত বাজেট নিয়ে বলতে গেলে আমি প্রথমে ভালো দিকগুলোই বলব। এখানে কিছুটা উচ্চাভিলাষের প্রতিফলন আছে যে ব্যাপারে আমার মূলত আপত্তি নেই। তবে আমার সমস্যা হচ্ছে এখানেই যে, যে কোনো উচ্চাভিলাষের যদি বাস্তব ভিত্তি না থাকে তাহলে সেটি ‘অভিলাষ’ই রয়ে যায়, সেটা কার্যকর করা সম্ভব হয় না।

এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হল, প্রাধিকার যেগুলোতে দেওয়া হয়েছে— যেমন যোগাযোগ খাত, বিদ্যুৎ খাত— এ ব্যাপারে আমার তেমন আপত্তি নেই। কিন্তু এখানে প্রশ্ন আসবে সময়মতো বাস্তবায়ন ও গুণগত মান নিশ্চিতকরণ নিয়ে।

শেয়ার করুন