১২টি ভিন্ন ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ

0
210
Print Friendly, PDF & Email

ফুটবল কিংবদন্তী পেলের দেশে দীর্ঘ ৬৪ বছর পর বসছে বিশ্বকাপ। খেলার পাশাপাশি আয়োজক হিসেবে কেমন সফল হবে দেশটি; তা সময়ই বলে দেবে। বিশ্বকাপ চলবে ৩২ দিন, অংশ নিচ্ছে ৩২ টি দল ও ৬৪ টি ম্যাচ; ১২টি ভিন্ন ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। আর মাঠের উন্মাদনা শুরু হবে ১২ জুন থেকে। মেসি-নেইমার-রোনালদোরা যেসব মাঠ কাঁপানোর স্বপ্নে বিভোর সেই ১২ টি মাঠের সাতকাহন থাকছে স্পোর্টস টাইমস ২৪ ডট কমের আয়োজনে।

প্রথম পর্বঃ অ্যারিনা কোরিনথিয়াস
সাওলো পাওলোতে অবস্থিত। ব্রাজিলের ১১ তম বৃহৎস্টেডিয়াম এটি। নাম কোরিনথিয়াস হলে অ্যারিনা সাওপাওলো নামে মূলত পরিচিত। এ স্টেডিয়াম দিয়েই সূচনা ঘটবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সেমি-ফাইনালসহ মোট ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যারিনা সাওপাওলোতে।
আসন সংখ্যা ৪৮,২৩৪ হলেও অস্থায়ীভাবে আরো প্রায় ২০,০০০ আসন যোগ করা হয়েছে এই স্টেডিয়াম। আর এতে অ্যারিনা সাওপাওলোতে দর্শক ধারণের ক্ষমতা উন্নীত হয় ৬৮,০৩৪ তে। ৯৯০ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালে নির্মিত হয় এ স্টেডিয়াম। ২০১১ সালে কাজ শুরু হয়ে শেষ হয় ২০১৪ তে।

শেয়ার করুন