গাড়ি বানাবে প্রগতি

0
169
Print Friendly, PDF & Email

দেশের ক্রমবর্ধমান মটরগাড়ির চাহিদা পূরণে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার গাড়ি বানাবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। বিদেশি বিনিয়োগে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলেও মন্ত্রী জানান।

শনিবার বাংলাদেশ মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, মটর পার্টস ব্যবসা দেশে অটোমোবাইল প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশে মানসম্পন্ন স্পেয়ার পার্টস উৎপাদনের জন্য মটর পার্টস ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।

শিল্পমন্ত্রী বলেন, দেশে স্পেয়ার পার্টস শিল্প বিকাশের মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। আমদানি কমাতে এ শিল্পখাতে বিনিয়োগে এগিয়ে এলে সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের নীতি সহায়তা দেয়া হবে।

পরে মন্ত্রী বাংলাদেশ মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সাহিদুর রহমান সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোঃ আবুল বাশার, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ফজলুল হক মিন্টু প্রমুখ।

রাজধানীর নিউ ইস্কাটন হোম টাউন মটর পার্টস মার্কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঢাকা মহানগর রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনায় ২শ’ ব্যাগ রক্ত সংগ্রহ করে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্লাডব্যাংকে জমা দেওয়া হয়।

শেয়ার করুন