কথায় কথায় সরকারকে অবৈধ বলে নিজেদের বিপদ ডেকে আনবেন না বলে বিএনপি নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে ‘ছয় দফা’ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাদের সমালোচনা করে হানিফ বলেন, ‘আন্দোলনের কথা বলেছেন, করেন। আমরাও দেখি আর জনগণও দেখুক। কিন্তু বিদেশি প্রভুরা আন্দোলনে সমর্থন করে আপনাদের ক্ষমতায় বসাবে এটা স্বপ্নই থেকে যাবে। কখনো তা বাস্তবায়িত হবে না।’
হানিফ বলেন, ‘তারেক-কোকো সিঙ্গাপুরে যাচ্ছেন। সেখানে চিকিৎসার নামে বেগম খালেদা জিয়াও যাবেন। এটা নিছক মা-ছেলের সাক্ষাৎ হলে বলার কিছু নাই, আমাদের কোনো আপত্তি নেই। তবে যাদের নিঃশ্বাসে ষড়যন্ত্র তাদের বিশ্বাস করা যায় না।’
যারা বাজেট নিয়ে সমালোচনা করেন তাদেরকে এমন একটা বাজেট দিয়ে তারপর সমালোচনা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ভাবখানা এমন যে সমালোচনা না করলে তাদের হয় না।’
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, এস এম কামাল হোসেন প্রমুখ।