সভাপতি-সেক্রেটারিসহ ওসমানী মেডিক্যাল কলেজের ১০ ছাত্রলীগ নেতা বহিষ্কার

0
128
Print Friendly, PDF & Email

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্র তাওহীদ হত্যকারীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল রোববার সিলেটে বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল স্থগিত করা হয়েছ। আজ শনিবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক হরতাল এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেন।
এদিকে, হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাফিসহ ১০ জনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক বলেন, গত বুধবার ওসমানী মেডিক্যালের আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নং কক্ষে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয় ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র তাওহীদুর রহমানকে। ওসমানী হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশে করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ, তাদেরকে কলেজ থেকে বহিষ্কার ও অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে রোববার সিলেটে অর্ধদিবস হরতালের ডাক দেয় সিলেট মহানগর বিএনপি ও ছাত্রদল।
বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে পুলিশ হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নথিভূক্ত করেছে। কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত ১০ জনকে কলেজ থেকে বহিষ্কার করেছে। অন্যদিকে, সিলেটের স্থানীয় প্রশাসন এক সপ্তাহের মধ্যে হত্যায় অভিযুক্ত সব আসামিকে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর বিএনপি কালকের হরতাল কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, কলেজ অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের (৪৯তম ব্যাচ) ছাত্র মো. তৌহিদুল ইসলামকে গত ০৪/০৬/২০১৪ ইং দুস্কৃতকারীরা নৃশংসভাবে হত্যা করে। এই প্রেক্ষিতে সিলেট কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৪, তারিখ৫/৬/২০১৪ ইং)। উক্ত মামলার এফ আই আর এ অত্র মেডিক্যাল কলেজে অধ্যয়নরত নি¤œ বর্ণিত ছাত্রদের নাম উল্লেখ থাকায় (এফআইআর-এ উল্লেখিত নাম অনুসারে) তাদেরকে সাময়িকভাবে কলেজ থেকে বহিষ্কার করা হলো। এ আদেশ অদ্য ৭/৬/২০১৪ ইং থেকে কার্যকর হবে। বহিষ্কৃতরা হলেন- রাফি, হাফিজ, পাঠান, অনন্ত দীপ, সৌমেন, সাইফুল হাই, আবু সাহান ফাহিম, শরীফুল, জুবায়ের ইবনে খয়েজ ও রিপন।’

শেয়ার করুন