ওয়াকিয়া গার্মেন্টস ও টেকনো গার্মেন্টেসের প্রায় এক হাজার শ্রমিক শনিবার সকাল ১০টার থেকে নগরীর দেওয়ানহাট মোড়ে প্রায় এক ঘণ্টা বিমানবন্দর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের অভিযোগ তাদের মে মাসের বেতন বকেয়া আছে। পাশাপাশি কিছুদিন আগে টেকনো গার্মেন্টেসের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়।
শ্রমিকদের অবরোধে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকামুখী লোকজন দীর্ঘ যানজটে পড়ে। একই কারণে সড়কটির বিপরীতমুখী অংশেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে বেলা ১১টার দিকে নগর পুলিশ ও শিল্প পুলিশের আশ্বাসের পর শ্রমিকরা সড়ক থেকে সরে যায় বেলে পরিদর্শক আরিফ জানান