জার্মানির গোলবন্যায় ক্লোসার রেকর্ড

0
155
Print Friendly, PDF & Email

ফুরফুরে মেজাজে থাকার কথা জার্মানি কোচ জোয়াকিম লো’র। উদযাপনের মেজাজে থাকার কথা জার্মান ভক্তদের। কিন্তু তা করতে পারছেন না তারা।
 
এমনকি মিরোস্লাভ ক্লোসার অবিস্মরণীয় রেকর্ড গড়ার মঞ্চও পানসে হয়ে যাচ্ছে ইউরোপের পাওয়ার হাউসদের। শুক্রবার ঘরের মাঠ মেইঞ্জে বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচে আর্মেনিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েও মার্কো রেউসের ইনজুরি নিয়ে চিন্তা করতে হচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে। প্রধমার্ধের শেষ মিনিটে ইনজুরিতে পড়েন বরুশিয়া ডর্টমুন্ড প্রাণ ভোমরা রেউস। পরে দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
 
ক্লাবের জার্সিতে যাই হোক, দেশের জার্সিতে চিতাবাঘ- জার্মানিতে এই কথাটা প্রচলিত করে দিয়েছেন মিরোস্লাভ ক্লোসা। কিন্তু তারপরেও এবারের বিশ্বকাপ দলে লাজিও’র ৩৫ বছর বয়সী স্ট্রাইকারের অর্ন্তভূক্তিতে অনেকে সমালোচনা শুরু করেছিলেন। বিস্ময়ে কেউবা চোখ কপালে তুলেছিলেন। কিন্তু বয়স যে খুব বড় বাধা নয় কিংবা ক্লোসা যে এখনো ফুরিয়ে যাননি- তা ফের প্রমাণ করলেন পোল্যান্ড বংশোদ্ভূত জার্মান স্ট্রাইকার।
 
শুক্রবার বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে খেলার ৭৬ মিনিটে আর্মেনিয়ার জাল নাড়িয়ে দেন ক্লোসা। এটি জার্মানির ইতিহাসে একটি রেকর্ড। কেননা এই গোলের মাধ্যমেই কিংবদন্তি গার্ড মুলারকে ছাপিয়ে ৬৯ গোলের মালিক হন সাবেক বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। ১৩২ ম্যাচ খেলে দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়লেন ক্লোসা।
 
প্রধমার্ধে দারুণ বিস্ময় উপহার দিয়ে গতিমান জার্মানিকে আটকে রাখে আর্মেনিয়া। তবে বিরতি থেকে ফিরে জার্মানদের সামনে আর বাধা হয়ে থাকতে পারেনি তারা। যখন চেলসি তারকা আন্দ্রে শুরলের গোলে স্কোরবোর্ডে নাম লেখায় জোয়াকিম লোর প্রশিক্ষণাধীন দলটি। কিন্তু স্থানীয় দর্শকদের অবাক করে দিয়ে খেলার ৬৯ মিনিটে সমতায় ফেরে আর্মেনিয়া। হেনরিক মাখাতারিয়ানের গোলে স্কোরলাইন ১-১ করে তারা। এতেই যেন ক্ষেমে ওঠে জার্মানরা। ১৮ মিনিটের ব্যবধানে আর্মেনিয়ার জালে আরো পাঁচবার বল জড়ায় তারা। জোড়া গোল করেন মারিও গোটশে। আর একটি করে গোল ক্লোসা, লুকাস পোডলস্কি ও বেনেডিক্ট হাউডেসের।

শেয়ার করুন