লোকজন আমাকে জিজ্ঞাসা করে, এবারের বিশ্বকাপ কোন দল জিতবে? আসলে এখনই এ নিয়ে বলা কঠিন। তবে আমার মন বলছে, এবার আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক আমি প্রবলভাবে এটা চাই এবং আশা করি তারা তা করতে পারবে।
তবে বিশ্বকাপ নিয়ে আগাম কিছু বলা আসলেই কঠিন। কারণ এটা জটিল এবং অন্যধরনের একটা টুর্নামেন্ট।বড় তারকা থাকার মানে এই নয় যে, দলটি অসাধারণ। বিশ্বকাপের মতো আসরে সামর্থের পুরোটাই ঢেলে দিতে হয়।
বিশ্বকাপে অনেকবারই ভাগ্য আমাদের সহায় ছিল না। আমি মনে করি সাতটি ম্যাচেই দারুণ খেলতে হয় এখানে। আর সবকিছু চলতে হয় ঠিকঠাকভাবে। বড় সাফল্য পেতে ভাগ্যটাও দরকার। আশা করি প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত আর্জেন্টিনা ভালো করবে। বিশ্বাস করি, এবারের বিশ্বকাপ হবে আর্জেন্টিনার।
ব্রাজিলে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হতে পারে বেলজিয়াম। আমার হিসেবে তারা ডার্ক হর্স। লুকাকু এবং হ্যাজার্ডের মতো ভালো মানের খেলোয়াড় আছে দলে। দলটির দক্ষতাও অসাধারণ।
আর সর্বোচ্চ গোলদাতা? আমি তো মেসির সম্ভাবনাই বেশী দেখছি। তবে হ্যাঁ, সিআর সেভেন, রবিন ফন পার্সি, নেইমার, ক্লোসার মতো তারকাদেরও গুণতে হবে। তারা প্রত্যেকেই গোল্ডেন বুট জেতার ক্ষমতা রাখেন।
দিয়েগো মিলিতো: আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা