প্রধানমন্ত্রী কর্তৃক বনায়নে প্রথম পুরস্কৃত হলেন সিংড়ার আব্দুল বারী –

0
192
Print Friendly, PDF & Email

বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০১৪ উপলক্ষ্যে সারা দেশের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে নার্সারী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে প্রথম পুরস্কার পেয়েছেন নাটোরের সিংড়ার আব্দুল বারী ডাবলু। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মাননা তার হাতে তুলে দেন। আব্দুল বারী ডাবলু নাটোরের সিংড়া উপজেলার মাদারীপুর গ্রামের আলহাজ্ব মজনুর রহমানের ছেলে। তিনি নিজের পুকুরের চার পাড়সহ বিভিন্ন স্থানে নার্সারী করে এই পুরস্কার পান। পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় আব্দুল বারী ডাবলুর হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও ৩০ হাজার টাকার একটি চেক তুলে দেন। এ সময় বিভিন্ন মন্ত্রী, এমপি ও সচিবগন উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন