লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রকৌশলীর অফিসে ভাঙচুর

0
719
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের মহেশপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে আবাসিক প্রকৌশলীর অফিসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার রাত ৮টার দিকে শত শত উত্তেজিত জনতা মহেশপুর উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত আবাসিক প্রকৌশলীর অফিসে হামলা চালিয়ে এই ভাঙচুর করে।

এ সময় তারা অফিসের জানালা, দরজা, মূল্যবান আসবাবপত্র ও কম্পিউটার ভাঙচুর করে। এছাড়া জরুরি কাগজপত্র তছনছ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাস ধরে মহেশপুর উপজেলা শহরসহ আশপাশের এলাকায় দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। এলাকার লোকজন একাধিকবার মহেশপুর উপজেলা আবাসিক প্রকৌশলী বাবলু কুমারের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো সমাধান হয়নি। অবশেষে শুক্রবার রাতে বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, মহেশপুরে যোগ দেওয়ার পর থেকে আবাসিক প্রকৌশলী ও লাইনম্যান পরিতোষ কুমার বিভিন্ন দুর্নীতি আর অনিয়মে জড়িয়ে পড়ে। একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আবাসিক প্রকৌশলী বাবলু কুমার বেশির ভাগই সময়ই মহেশপুরের বাইরে অবস্থান করেন বলেও জানান বিদ্যুৎ গ্রাহকরা।

এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী বাবলু কুমারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খান গত কয়েক দিন ধরে মহেশপুর এলাকায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠি লোকজন রাতে বিদ্যুৎ অফিসে হামলা করে ভাঙচুর করেছে বলে জানান। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন