জনপ্রতিনিধিত্বহীন সরকারের বাজেট দেয়ার অধিকারই নেই : মির্জা ফখরুল

0
142
Print Friendly, PDF & Email

বর্তমান জনপ্রতিনিধিত্বহীন সরকারের বাজেট দেয়ার কোনো নৈতিক অধিকারই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসকাবে এক আলোচনা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মনে এটি একটি অনৈতিক ও অবৈধ সরকার। তারা জনগনের প্রতিনিধিত্ব করে না। সংসদও জনগণের প্রতিনিধিত্ব নেই। যারা জনগনের অর্থ ব্যবহার করবে, তাদের যদি নৈতিক অবস্থান না থাকে, তাহলে সেই অর্থ ব্যবহার কতটা নৈতিক হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়।’
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস-এর উদ্যোগে ‘বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতি ও শহীদ জিয়া’ শীর্ষক এই আলোচনা সভা ও  ‘জিসাস নতুন তারা পদক’ প্রদান অনুষ্ঠান হয়। আলোচনা সভার পর অর্ধ শতাধিক শিশু-কিশোরকে নতুন তারা পদক প্রদান করেন ফখরুল।
বৃহস্পতিবার সংসদে ১৯১৪-১৫ অর্থ বছরের বাজেট পাস পেশ করা হয়। এই বাজেটের ওপর বিএনপি কোনো প্রতিক্রিয়া দেয়নি। তারা মনে করে, ৫ জানুয়ারি নির্বাচনের বৈধ নয়।
সরকারকে অবৈধ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধ নির্বাচন মনে করি না। সেজন্য এই অবৈধ সরকারের বাজেট নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার এই বাজেট দিয়েছে। আমরা মনে করি, জনগনের ইচ্ছার বিরুদ্ধে কোনো দিন কোনো সরকার টিকে থাকতে পারে না, জোর করে ক্ষমতায় থাকতে পারে না। বর্তমান সরকারও পারবে না।
প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখান করেছেন কিনা প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, গ্রহণ কিংবা প্রত্যাখানের বিষয় এটি নয়। এই সরকারের বাজেট দেয়ার কোনো নৈতিক অধিকারই নেই।
বিএনপি বিলুপ্ত হয়ে যাবে- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের এই বক্তব্যের নিন্দা জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন,  এরা যে গণতান্ত্রিক নয়, তার বড় প্রমাণ এরকম ফ্যাসিস্ট বক্তব্য। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আরেকটি রাজনৈতিক দলকে বিলুপ্ত করার চিন্তাই হচ্ছে- ফ্যাসিস্ট মনোভাবের বর্হিপ্রকাশ।
সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর সদস্য সচিব আবদুস সালাম বক্তব্য রাখেন।

শেয়ার করুন