আগে বিএনপিকেই বিলুপ্ত করতে হবে: হানিফ

0
143
Print Friendly, PDF & Email

সরকারকে ‘অবৈধ’ বলায় বিএনপি ও মির্জা ফখরুলের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিলুপ্তি দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে “কেউ যদি মনে করেন অবৈধ জিনিসকে পরিহার করা প্রয়োজন তাহলে আগে বিএনপিকেই বিলুপ্ত করতে হবে।”

শুক্রবার কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘মানসিক বিকারগ্রস্ত’ হিসেবে আখ্যায়িত করেন হানিফ।

তিনি বলেন, “৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলামসহ বিএনপির নেতারা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে বিভিন্ন সময়ে তারা অযৌক্তিক ও উদ্ভট কথাবার্তা বলছেন।”

সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি ফখরুলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কোন যুক্তিতে তারা এই সরকারকে অবৈধ বলে? বিএনপির নিজের জন্মই তো অবৈধ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন? কিভাবে দল গঠন করেছিলেন?”

এবারের বাজেটকে সবচেয়ে ‘সুন্দর’ বাজেট হিসেবে আখ্যায়িত করে হানিফ বলেন, “এবারের ঘোষিত বাজেট এ যাবৎ কালের সবচেয়ে সুন্দর বাজেট। এখানে ধনী ও দরিদ্রের বৈষম্যকে দূর করার জন্য অনেকগুলো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বাজেট দেশের শিল্পায়ন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।”

সম্মেলনে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মিরপুর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কামারুল আরেফীন, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন