প্রতিনিধি নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে বিদু্যত্ স্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃতু্য হয়েছে৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ীর নষ্ট হয়ে যাওয়া ভ্যাটিক্যাল টিবওয়েল মেরামত করতে গিয়ে বাড়ীর বিদু্যতায়িত টিবওয়েল সাথে জড়িয়ে তারা আহত হয়৷ তাদের দ্রম্নত উদ্ধার করে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার আব্দুল হামিদ(৫৫) ও এজিদা বেগমকে(৪৬) কে মৃত ঘোষণা করেন৷
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ভান্ডারপুর গ্রামের আব্দুল হামিদের বাড়ীর ভ্যাটিক্যাল টিবওয়েলটি বুধবার রাতে অকেজো হয়ে যাওয়ায় পানি উঠছিল না৷ টিবওয়েল মেরামত করার জন্য আব্দুল হামিদ ওই সময় যান৷ গিয়ে টিবওয়েল ধরে দাঁড়িয়ে থাকে দেখে এজিদা বেগম তাকে ডাকতে ডাকতে গিয়ে স্পর্শ করেন৷ এতে তিনিও বিদু্যতায়িত টিবওয়েল সাথে জড়িয়ে তারা আহত হন৷ তাদের উদ্ধার করে পাশর্্ববর্তী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন৷ তিনি আরও জানান, তাদের ঘরের মধ্যে থেকে বিদু্যতের লুজ তারের মাধ্যমে বাড়ীর বাহিরে নিয়ে যায়৷ তাদের অজানত্মে বিদু্যতের তার ছিদ্র হয়ে টিবওয়েল বিদু্যতায়িত হয়ে মর্মানত্মিক ঘটনাটি ঘটে৷ এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে৷#