প্রতিনিধি নওগাঁ: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), নওগাঁ জেলা শাখা বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করনের দাবীতে কেন্দ্রীয় কমিটি কতর্ৃক ঘোষিত তৃতীয় দিনের মত আন্দোলন চলছে৷ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে বাকাসসের সাধারন সম্পাদক রেজানুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয় এবং পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশ জেলা বাকাসসের সভাপতি আফাজ উদ্দিন মোলস্ন্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাকাসসের সাধারন সম্পাদক রেজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেনের, আব্দুস সালাম উপদেষ্টা মকছেদ আলী ও ডি.এম.আইউব হোসেন, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক কেএম মাহবুব আলম, মোসলেম উদ্দিন, রফিকুদৌল্লা রাব্বী, সুবল চন্দ্র মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন৷ বক্তারা জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যহত থাকবে৷ সমাবেশে বাকাসস এর শতাধিক কর্মচারীরা অংশ গ্রহন করে৷#