প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলাধীন রাজশাহী-নওগাঁ মহাসড়কের সতীহাট নামক স্থানে ২শ গ্রাম হেরোইন সহ ৩জন গ্রেফতার হয়েছে বলে জানা গেছে৷ গতকাল বেলা ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন সার্কেল মো. মনিরুল ইসলাম অভিযান চালিয়ে সতীহাট নামক স্থানে রাজশাহীর রাজপাড়া থানাধীন বড়াইগ্রামের জনৈক রহমানের ছেলে রাসেল (৪০), নওগাঁর সাপাহার উপজেলার চক-গোবিন্দপুর গ্রামের জনৈক সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (১৮) এবং সাপাহার উপজেলার একই গ্রামের জনৈক আব্দুল জলিলের ছেলে উজ্জল (২২) কে ২শ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে মান্দা থানায় সোপর্দ করে৷ এ বিষয়ে মান্দা থানার অফিসার ইন-চার্জ মো. আব্দুল্লা-হিল বাকি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উক্ত তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷