বাজেট প্রত্যাখান করার ঘোষণা আমীর খসরুর

0
194
Print Friendly, PDF & Email

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অবৈধ উল্লেখ করে তা প্রত্যাখান করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত ‘নরেন্দ্র মোদির নতুন সরকার: বাংলাদেশ-ভারত সম্পর্ক কেমন হওয়া উচিৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি বলেন, একটি অবৈধ সরকার তথাকথিত বাজেট পেশ করেছে। আমরা এ অবৈধ বাজেট প্রত্যাখ্যান করছি।
আমীর খসরু বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচিত নরেন্দ্র মোদির সরকার তাদের অতীতের সরকারের কলঙ্কের বোঝা বইবে কিনা এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বের সব গণতন্ত্রকামী দেশগুলো ৫ জানুয়ারি নির্বাচনের বিরোধিতা করেছে। এ নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে ওই দেশগুলোর সম্পর্কে টানাপোড়েন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে একমাত্র অগণতান্ত্রিক দেশ, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে একটি দল ক্ষমতা দখল করে আছে। এ অগণতান্ত্রিক সরকারকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের মোদি সরকার সহযোগিতা করবে কিনা এটা ভাবনার বিষয়।

শেয়ার করুন