কুষ্টিয়ার পোড়াদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
344
Print Friendly, PDF & Email

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পোড়াদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ৷ সোমবার সকালে মিরপুর উপজেলার পোড়াদহ কামারডাঙ্গা ব্রীজের রেল লাইনের উপর থেকে ওই লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ৷
জিআরপি থানা সুত্রে জানা যায়, মিরপুর উপজেলার পোড়াদহ কামারডাঙ্গা রেল লাইনের উপরে অজ্ঞাত ব্যক্তির (৪৫) লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়৷ পোড়াদহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে৷ লাশের গলায় কাপড় পেঁচিয়ে রেলের সাথে বাধা ছিল৷ তার শরীর স্বাস্থ্য মোটা৷ পরনে প্যান্ট শার্ট পরা ছিল৷ পুলিশের ধারণা তাকে সন্ত্রাসীরা হত্যা করে এখানে লাশ ফেলে রেখেছে৷ এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় মামলা হয়েছে৷

শেয়ার করুন