০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির ঢাকা বিভাগের কমিটি গঠন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাদ্য মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা বাজেট প্রতিক্রিয়ায় সরকারকে অনৈতিক-অবৈধ বলেছেন। আপনারা এভাবে আরও চার বছর বলতে থাকেন। ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হওয়ার সম্ববনা নেই। চার বছর পর শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘আপনারা যদি এ নির্বাচনে অংশ নেন এবং এরপর যদি আপনাদের ভাষায় বৈধ সরকার আসে। এতোদিন আপনারা অবৈধ সরকার বলে চিৎকার করতে থাকেন।’
বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষকলীগের সহসভাপতি এমএ করিম প্রমুখ বক্তব্য রাখেন।