নেইমার-গেট কেলেঙ্কারিতে জরিমানার শঙ্কায় বার্সা

0
181
Print Friendly, PDF & Email

নেইমার-গেট কেলেঙ্কারিতে পদত্যাগ করতে বাধ্য হযেছিলেন বার্সেলোনা সভাপতি সান্দ্রো রসেল। কিন্তু তাতেও পার পারছেনা বিশ্বসেরা এ ক্লাবটি। ট্যাক্স ফাঁকির দায়ে মোটা অঙ্কের জরিমানা গুণতে হতে পারে বার্সেলোনাকে এবং সেটা প্রায় ৫৪.৬ মিলিয়ন ইউরো। স্পেনের আদালত ৯.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির তথ্য পেয়েছে এই জায়ান্ট ক্লাবটির বিপক্ষে।

নেইমারকে পাওয়ার জন্য গোপানে ২০১১ সালে ৩৭.৯২ এবং ২০১৩ সালে ১০ মিলিয়ন ইউরো দেওয়া হয়। কিন্তু কর ফাঁকি দেওয়ার জন্য নেইমারকে দেওয়া বিপুল এ অর্থের কথা গোপন রাখা হয়।

শেয়ার করুন