সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সাবেক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুবুল আলম গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
মাহবুবুল আলমের জন্ম ১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি, ময়মনসিংহে। দীর্ঘদিন ধরে তিনি ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা ছিলে