রাজনৈতিক অস্থিরতায় ক্ষতি ১১ হাজার কোটি টাকা’

0
186
Print Friendly, PDF & Email

রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার কোটি টাকা।

২০১৪-১৫ অর্থবছরের বাজেট অধিবেশনে জাতীয় সংসদে আজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী হরতাল অবরোধের কথা উল্লেখ করে বলেন, হরতাল অবরোধের কারণে এইবার দেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মহোৎসব চলেছে। এই হরতালে বাংলদেশ রেলওয়ে, বিআরটিসিসহ সরকারি-বেসরকারি যানবহন ছিল আক্রমণের প্রধান লক্ষবস্তু। সম্পদ ধ্বংসের পাশাপাশি ঘটেছে ব্যাপক প্রাণহানি।

তিনি রাজনৈতিক অস্থিরতার কারণে সরকারের রাজস্ব সংগ্রহের ওপর যে প্রভাব পড়েছে তার কথা উল্লেখ করে বলেন, ২০১২-১৩ অর্থবছরে মূল বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৯০ হাজার ৭ শত ৮৫ কোটি টাকা যা সংশোধিত বাজেটে ৫০০ কোটি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ২০১২-১৩ অর্থবছরে মূল বাজেটে রাজস্ব বাবদ সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৬ হাজার ৮২৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে অপরিবর্তিত রাখা হয়।

এছাড়াও তিনি জানান, ২০১৩-১৪ অর্থবছরে কেবলমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১ হাজার কোটি টাকা হ্রাস করে সংশোধিত বাজেটে ১ লাখ ৩০ হাজার ১৭৮ কোটি টাকায় পুন:নির্ধারণ করতে হয়েছে।

শেয়ার করুন