অহিংস আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ১৯ দল

0
161
Print Friendly, PDF & Email

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে অহিংস আন্দোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। মূল কথা ১৯ দলীয় জোট নেতারা  মনে করেন, তারা জোট হিসেবে নয়, বরং সরকারের বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়ানো প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায়।

বুধবার রাত ৯.১৫ মিনিট থেকে ১১.১৫ পর্যন্ত চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন । রোযার পূর্বে ১৯ দলীয় জোটের পক্ষ থেকে দুই/একটি সমাবেশ করা হতে পারে।

আরও জানা গেছে, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সম্পর্কে শেখ হাসিনার বক্তব্য ১৯ দলের কাছে পরিস্কার হয়েছে তার মনোনীত লোকগুলো কি রকম। বিএনপি নেতৃত্বাধীন জোটে জামায়াতের  থাকা না থাকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সে প্রসঙ্গে, জামায়াতে ইসলামের সদস্য বলেন, জামায়াত ১৯ দলীয় জোটে আছে এবং থাকবে।

সূত্র জানায়, জোটের সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশ সাম্যবাদী দলের অংশ গ্রহণের আশাকে ১৯ দলীয় জোট সমর্থন দিয়েছে। এমনকি জোট কারো কাছে যাবে না। যারাই এই সরকারের পতনের দাবিতে এগিয়ে আসবে তাদেরকেই জোটে নেয়া হবে।

বৈঠকে র‌্যাব বিলুপ্তির পক্ষে সবাই ঐক্যমতে পৌছায়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা পাগলের প্রলাপ করছেন বলেও আলোচনা করা হয় বলে জানা গেছে।

এদিকে, ভারতের  নির্বাচনে ‘অবৈধ’ ক্ষমতাসীন আওয়ামী লীগ নার্ভাস হয়ে পড়েছে বলেও আলোচনা করা হয়।

এসময় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুল মোবিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এডভোকেট  নুরুল হক মজুমদার, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) শওকত হোসেন নীলু, পিপলস লীগের চেয়ারম্যান এডভোকেট গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল হক, এনডিপির চেয়ারম্যান এডভোকেট গোলাম মোর্তজা, জামায়াত ইসলামীর কর্মপরিষদের সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টির (একাংশের কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা.এ টি এম ফজলে রাব্বী, মহাসচিব মোস্তাফা জালাল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ চিকিৎসার উদ্দেশ্য অট্রেলিয়ায় রয়েছেন।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন