পুলিশ দম্পতি হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ দিন ধার্য করেন।
এদিন কারাগার থেকে তাদের মেয় ঐশী রহমানসহ মামলার অপর দুই আসামি আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনিকে আদালতে হাজির করা হয়।