কবর খুঁড়ে ৩০০০ বছরের পুরনো পাজামার সন্ধান

0
155
Print Friendly, PDF & Email

চীনে এক কবর খুঁড়ে থেকে বিজ্ঞানীরা উদ্ধার করলেন একটি পাজামা। বিজ্ঞানীদের দাবি, পাজামাটির ৩০০০ বছরের পুরনো। চীনের তারিম বেসিনের ইয়ানঘাই কবরস্থানের গবেষকরা বলছেন, এই পাজামা পৃথিবীর প্রাচীনতম।

ধারণা করা হচ্ছে, ৪০ বছর বয়সী এক যোদ্ধার এই পাজামা। যিনি মৃত্যুর সময় এই পাজামা পরেছিলেন। কবরের মধ্যে এই পাজামার সঙ্গে কাঠের তৈরি ঘোড়ার জিন, একটি হুইপ ও একটি বর্শাও পাওয়া গেছে। পাজামার কাটিং থেকে মনে করা হচ্ছে অনেকক্ষণ ধরে ঘোড়ায় চড়ার সুবিধার জন্য এইভাবে পাজামা সেলাই করা হত। তিনটে আলাদা কাপড়ের টুকরো দিয়ে সেলাই করা হয়েছে এই পাজামা। একটি আয়তকার কাপড় যা কোমর থেকে নেমে গেছে গোড়ালি পর্যন্ত। সেলাই করার পদ্ধতি থেকে বোঝা যাচ্ছে এর জন্য কাপড় কাটার প্রয়োজন পড়েনি।

শেয়ার করুন