সাত খুন: ‘দোষ স্বীকার’ করলেন র্যাবের রানাও

0
124
Print Friendly, PDF & Email

সহকর্মী আরিফের পর নারায়ণগঞ্জে সাত খুনে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন সাবেক র‌্যাব কর্মকর্তা এমএম রানা।

৭ খুনের ‘দোষ স্বীকার’ র‌্যাবের আরিফের

না’গঞ্জে সাত খুন, আবারো রিমান্ডে রানা

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেষ্ঠ্য বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দিচ্ছেন বলে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

জেলা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাত খুনের মামলায় গ্রেপ্তার সাবেক র‌্যাব কর্মকর্তা রানা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।”

আগেরদিন একই আদালতে স্বীকারোক্তি দেন র‌্যাব-১১ এর সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেন। আদালত সূত্র জানায়, নজরুল হত্যামামলায় ২০ পাতার এবং চন্দন সরকার হত্যামামলায় ২০ পাতার জবানবন্দি দেন তিনি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফজলুর রহমান সাংবাদিকদের বলেছেন, হত্যাকাণ্ডের বর্ণনা সাবেক এই র‌্যাব কর্মকর্তা দিয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

“আমরা জানতে পেরেছি, আদালতে দেয়া জবানবন্দিতে মেজর আরিফ হোসেন  রোমহর্ষক সেই ঘটনার বর্ণনা দিয়েছে। অপহরণের পর ৭ জনকে কোথায়, কিভাবে, হত্যা করা হয়েছে, তা স্বীকার করেছেন তিনি।”

মামলার প্রধান আসামি পলাতক কাউন্সিলর নূর হোসেনের সম্পৃক্ততার কথাও তার জবানবন্দিতে উঠে এসেছে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার রানা ও আরিফের আরেক সহকর্মী  র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদকে বুধবার তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের জন্য রিমান্ডে পাঠায় আদালত।

গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের সময়  সামরিক বাহিনীর এই তিন কর্মকর্তা নারায়ণগঞ্জে  র‌্যাব-১১ এ ছিলেন।

হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তাদের ফিরিয়ে এনে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো হয়। এরপর তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয় হাই কোর্ট।

নজরুলের শ্বশুর শহীদুল ইসলামের অভিযোগ, নূর হোসেন র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে এই খুন করিয়েছে। আর নূর হোসেনকে পালাতে সহায়তা করেছে র‌্যাব।

সাত খুনের তদন্তে আদালতের নির্দেশে যে প্রশাসনিক তদন্ত কমিটি হয়েছে, তাদের কাছে দেয়া সাক্ষ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী সাতজনকে তুলে নেয়ার সময় র‌্যাবের পোশাক পরিহিতদের দেখার কথা জানিয়েছেন।

শেয়ার করুন