অবশেষে বরফ গলেছে। ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছে ওবামা প্রশাসন। লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হওয়ার পর এই আমন্ত্রণকে মোদির আরো একটি বড় ধরণের অর্জন হিসেবেই দেখা হচ্ছে। এর আগে গুজরাট দাঙ্গার ইস্যু তুলে দীর্ঘ দিন ওয়াশিংটন সফরের জন্য মোদিকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি। প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে তিনি এ সফর শুরু করতে যাচ্ছেন। সফরকালে আগামী ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন মোদি।